কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু কুটিরপাড় বাজারের পাশে টেপামধুপুর রোডে রক্তাক্তবস্থায় পরে থাকা অজ্ঞাত পরিচয়ের এক কিশোরীকে দেখতে পেয়ে কাউনিয়া থানায় খবর দেয় স্থানীয়রা,পরে কাউনিয়া
থানাপুলিশ এসে উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।নিহত কিশোরীর নাম সানজিদা আক্তার ইভা (১৬)। সে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের গড়াই গ্রামের ইব্রাহিম খানের মেয়ে ও পীরগাছার বড়দরগা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে কথিত প্রেমিক রংপুর মাহিগঞ্জ থানাধীন তালুক উপাশু গ্রামের হোসাইন মিলিটারির ছেলে ফাহিম সানি (২০) কে জেলা ডিবি পুলিশ, কাউনিয়া ও পীরগাছা থানার যৌথ অভিযানে নিজবাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনতাসের বিল্লাহ্। তিনি জানান, হত্যাকান্ডের ঘটনায় ওই কিশোরীর বাবা অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করেছেন, কাউনিয়া থানায় মামলা নং ০৯। এদিকে ঘাতকের ফাঁসির দাবীতে বিক্ষোভ করছে বড়দরগা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসী।
.jpg)

0 coment rios: