কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া গুরুত্বপূর্ন সড়কের সোনালী ব্যাংক থেকে বাগদাদ মার্কেট পর্যন্ত দৈর্ঘ্য সাকুল্যে সাতশত মিটার তারই শোচনীয় দশায় নাজেহাল এলাকার ব্যাবসায়ীসহ এলাকার মানুষ। বার বার সংস্কারের দাবি উঠলেও কোনও কাজ হয়নি। অবিলম্বে রাস্তা সংস্কার ও পানি নিস্কাশনের দাবিতে রবিবার বিকালে রংপুরের কাউনিয়ার প্রধান ও গুরুত্বপূর্ন সড়ক পথ অবরোধে শামিল হয় স্থানীয় ব্যাবসায়ী ও
বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপজেলার এই পুরোপুরি খারাপ হয়ে উঠলেও এই মুহূর্তে সবথেকে করুণ দশা গার্ল স্কুল এর গেট এলাকার। সামান্ন বৃষ্টিতে ডোবায় পরিণত হয় রাস্তাটি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এখন ছোটখাটো পুকুরে পরিণত হয়েছে। ফলে চলাফেরা দায় হয়ে দাঁড়িয়েছে স্থানীয় ও পথচারীদের। দ্রæত গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের দাবিতে পথ অবরোধে করেন। তাঁদের অভিযোগ, নানা মহলে বারবার এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এদিকে রাস্তর পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়েছে। বিশিষ্ট ব্যাবসায়ী শাহ্ মোবাশ্বেরুল ইসলাম রাজু বলেন, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রী বয়স্ক লোকেরা চলাচলে ভিশনভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে । প্রশাসনের সু-দৃষ্টি আশা করছি । মোঃ আশরাফুল ইসলাম,জিয়া,উজ্জল, নামে একাধীক ব্যবসায়ীরা একাত্ব হয়ে বলেন, আগামী ৭ দিনের মধ্যে সমাধান না হলে কঠোর আন্দলনে যাবো।মানিক মিয়া বলেন, রাস্তার পানি জমে থাকে খানা খন্দে পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটছে। স্থায়ী ভাবে সংস্কার জরুরী।এব্যাপারে ফোনে উপজেলা প্রকৌশলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, পলিথিনের অপব্যবহারের ফলে রাস্তার পানি নিস্কাশন হয় না আমরা খুব চেষ্টা করছি ।
.jpg)

0 coment rios: