বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের শরণখোলায় ইয়াবা ও গাজাসহ তরিকুল ইসলাম ওরফে তারেক হাওলাদার (৪০)
ও রুবেল আহম্মেদ মুন্না (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলা সদরের পাঁচরাস্তার মোড় থেকে তাদের গ্রেফতারের পর ৭ পিচ ইয়াবা ও ২০ গ্রাম গাজাসহ দুইটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তারেক হাওলাদার উপজেলার রায়েন্দা তাফালবাড়ি গ্রামের মৃত. আ. হক হাওলাদারের ছেলে ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের মেজো ভাই এবং রুবেল উত্তর কদমতলা গ্রামের হারুন আকনের ছেলে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ও গাজাসহ তরিকুল ইসলাম ওরফে তারেক হাওলাদার (৪০) ও রুবেল আহম্মেদ মুন্না (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুইটি মোটরসাইকেল। এরআগে তারেক হাওলাদার হরিণের মাংস পাচার, খাদ্য অধিদপ্তরের ২০ বস্তা চাল আত্মসাৎ মামলা রয়েছে। দুই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0 coment rios: