এনায়েত করিম রাজিবঃবাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় আজ দিনব্যাপী অদক্ষ ৩৬ জন ড্রাইভার ও চালকদের সড়কে নিরাপত্তা ও সড়ক পরিবহন আইন সম্পর্কে এক দিনের অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, মো. হাফিজ আল আসাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নির্বাহী মেজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান, এবং মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার চৌধুরী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। এলাকার ৩৬ জন অদক্ষ ড্রাইভার,হেল্পার ট্রাফিক আইন ও গুরুত্বপূর্ণ সংকেত সহ বিভিন্ন বিষয়ে ধারনা পেয়ে উপকৃত হয়েছেন বলে জানান সকল প্রশিক্ষণার্থী।

0 coment rios: