বাগেরহাট প্রতিনিধিঃজাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেছেন। রবিবার (৯ জানয়ারি) দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত করেন তিনি । এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন,
সহ-সভাপতি এ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, ফরিদ উদ্দিন আহমেদ, মনোয়ার হোসেন টগর, যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, মীর ফজলে সাইদ ডাবলু, লিয়াকত হোসেন লিটন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফী জেমস, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 coment rios: