কাউছার মাহমুদ দিদারঃচট্টগ্রামের সন্দ্বীপ গাছুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বেঁড়ি পাড়ে মুক্তিযোদ্ধা মোবাশ্বের আলম এর সন্তানের চাষে থাকা সরকারি প্রজেক্ট এর মাছ চিন্তাই কালে বাঁধা প্রদান করায় মারধরের অভিযোগ উঠেছে গাছুয়া ইউনিয়ন পরিষদের ৫ ও ৬ নং ওয়ার্ডের জাকের ও মহসিন নামের দুই মেম্বার এ-র বিরুদ্ধে। জানা গেছে মুক্তিযোদ্ধার সন্তান মোঃ রাসেল বিগত ৩ বছর ধরে উক্ত বেড়িবাঁধ এলাকায় সরকারি প্রজেক্ট এ মাছ চাষ করে আসে। তাহার পাশ্ববর্তী ওয়ার্ডের জাকের ও মহসিন মেম্বার লোকজন নিয়ে জোরপূর্বক মাছ ধরতে গেলে রাসেল বাঁধা প্রদান করায় তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে জানা যায়।
এতে রাসেল স্হানীয় ইউনিয়ন পরিষদ এ-র চেয়ারম্যান আবু হেনা কে বিষয়টি জানান। তিনি আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দিলে রাসেল সন্দ্বীপ থানায় একটি অভিযোগ দায়ের করে।এ বিষয়ে থানায় অভিযোগ করায় আজ সকাল ১০ ঘটিকায় বেঁড়ির পাড়ে রাসেল কে মারধর করে দুই মেম্বার সহ তাদের ভাড়াটে কামরুল, ইসমাঈল ও ইসলাম নামের সন্ত্রাসীরা। ইসমাঈল ও ইসলাম সন্দ্বীপ থানার একাধিক মামলার আসামি বলে জানা গেছে। এ ঘটনায় ভিকটিম কে তাহার বোন উদ্ধার করতে গেলে তাকে ও বেদমপ্রহার করে বলে ভিকটিমের ভাষ্যে জানা যায়। পরে স্হানীয় লোকজন তাহাদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় বলে ভিকটিম রাসেল জানান।
রাসেল মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তার পরিবারের নিরাপত্তাহীনতায় প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেন।
0 coment rios: