এনায়েত করিম রাজিবঃ বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি,বেকারি পন্য সরবরাহ ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইনে বাজারের একটি বেকারিকে ৩০০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার সকাল ১১টায় এই অভিযান পরিচালনা এবং অর্দথন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।অভিযানে দেখা গেছে, বেকারি কারখানায় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং মেয়াদোর্ত্তীণ পণ্য মজুদ ও বাজারজাত করে আসছে।
মোরেলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযানে অর্থদন্ড
অভিযান চলাকালে মোঃ আলী হাসান সাংবাদিকদের বলেন জনস্বার্থে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বাজারজাত করনের বিরুদ্ধে, ভেজাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
0 coment rios: