বাগেরহাট প্রতিনিধিঃপূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্চের বাগেরহাটের মোরেলগঞ্জ জিউধরা এলাকায় সুন্দরবনের বনরক্ষীদের ওপর হামলা করে ৩ বনরক্ষীকে আহত করে রাইফেল ভাংচুর ও গুলি ছিনিয়ে নিয়েছে চোরাকারবারী একটি দল । ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার জিউধরা ফরেষ্ট অফিসের কাছে।
চোরাকারবারীদের আতর্কিত হামলায় আহত বনরক্ষী জাহিদুর রহমান (৪৫) মাসুদ রানা (২২), ও শান্ত শেখ (২৫) মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জিউধরা ষ্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, হরিণ শিকার করে মাংস পাচার করতেছে। এমন সংবাদের ভিত্তিতে ভোর ৫ টার দিকে তার নেতৃত্বে বনরক্ষীদের একটি দল অভিযানে নামে। এ সময় তাদের উপস্হিতি টের পেয়ে জিউধরা ইউনিয়নের দেলোয়ার হাওলাদারের পুত্র হরিণ শিকারী মুন্না (২৭) দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বনরক্ষীরা তাকে ধাওয়া করে। খবর পেয়ে মুন্নার সহযোগী ১০-১৫ জনের হরিণ শিকারী চোরাকারবারী একটি দল বনরক্ষীদের ওপর হামলা চালায়। হামলাকারী চোরাকারবারীরা ৩ বনরক্ষীকে আহত করে তাদের ব্যবহ্নত একটি চাইনিজ রাইফেল ভাংচুর করে এবং ৬ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়।পূর্ব সুন্দরবন বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা (এসিএফ) এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এ ঘটনায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।Thursday, December 23, 2021
Author: RDNEWSBD
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: