কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলায় নিখোঁজের ৫ দিন পর বাড়ির পার্শের ধান ক্ষেত থেকে বৃদ্ধের (৮০) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধ মমতাজ উদ্দিন (মোন্তা মুন্সি) উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের মৃত ইসাহাক মন্ডল এর ছেলে।
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের জয়নাল মিস্ত্রির জমির ধান কাটতে এক পর্যায় লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী।পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ।স্থানীয় সুত্রে জানাযায়, গত ২৮ নভেম্বর বিকালে তিনি বাড়ি হয়ে আর ফিরে আসেনি। নিহতের আত্মীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরী করেন। যাহার নং ১৬১৬ তারিখ ৩০-১১-২০২১ নিহত মমতাজ উদ্দিন ৬ ছেলে ২ মেয়ের জনক। স্থানীয়রা বলছেন, সবার অজান্তে নিখোঁজের দিন ওই বৃদ্ধ ধান ক্ষেতে প্রকৃতির ডাকে সাঁড়া দিতে গেলে সেখানেই অসুস্থ হয়ে মারা যায়।।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান বলেন , ঘটনার দিন বের হয়ে ঘরে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করেন। এই মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক আমরা জানিনা তাই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর পাঠানো হয়েছে।

0 coment rios: