সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Sunday, December 5, 2021

বাগেরহাটে ক্লিনিক ব্যবসায়ী মুকুলের আত্মহনন!

এনায়েত করিম রাজিবঃ বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জের ক্লিনিক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মশিউর রহমান মুকুল (৫২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ( ৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি নিজ শয়নকক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

মশিউর রহমান মুকুল মোরেলগঞ্জ সদর বাজারের রাইসা ক্লিনিক ও রাইসা মটরস এর স্বত্ত্বাধিকারী ছিলেন।পারিবারিক ও ব্যবসায়িক বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে অনেকে দাবি করেছেন। তার শিক্ষিকা স্ত্রী, কলেজ পড়ুয়া এক ছেলে ও এক মেয়ে রয়েছে।তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হেলেনা বেগম জানান, তার স্বামী (মুকুল) করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা নেগেটিভ হলে তার মানসিক সমস্যা শুরু হয়। সে কারনেই আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: