কাউনিয়া প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি’র লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও মোছাঃ তাহমিনা তারিন,মাধ্যমিক কর্মকর্তা মোঃ আরিফ মাহফুজ, সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম ও প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী সহ সকলের সম্মুখে এ লটারি করেন।
এ বছর ২৭৬ জন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ফরম ক্রয় করেন।তার মধ্যে ১৭৪ জন শিক্ষার্থীকে লটারির মাধ্যমে ও কোঠায় ৬ জনকে ভর্তি নেওয়া হয়। আরো ২০ জন অপেক্ষামান নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

0 coment rios: