বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোংলায় বাজার শেষে রাস্তা পার হওয়ার সময় তাসলিমা বেগম (৪২) নামের এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় ওই নারী জ্ঞান হারিয়ে ফেলেন।
সোমবার (২৭ ডিসেম্বর) আনুমানিক বেলা সারে ১২ টার দিকে মোংলার শেখ আঃ হাই সড়কে মেসার্স বুলবুল ষ্টোরের সামনে এ ঘটনা ঘটে। ওই নারী মোংলার মোর্শেদ সড়ক ( টি,এ ফারুক স্কুল এন্ড কলেজ'র সামনে) মৃত মোঃ ছরোয়ার হোসেন এর স্ত্রী।মেয়ে সাদিয়া আফরিন সুমি জানান, আমার মা শেখ আঃ হাই সড়কে মেসার্স বুলবুল ষ্টোরের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় অঙ্গাত ২/৩ জন লোক এসে তার মুখের উপর পাউডারের মত কি জেন ছিটিয়ে দেয় এবং সাথে সাথে মা অচেতন হয়ে গেলে অঙ্গাত ব্যাক্তিরা মায়ের হাতে থাকা দুটি রুলি,গলায় থাকা চেইন,৪টি আংটি ও নগদ দশ হাজার টাকা নিয়ে নেয় এ সময় স্থানীয়রা দৌড়ে কাছে যেতেই তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় মাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। মোংলা থানার আফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম স্যার মায়ের শারীরিক অবস্থার খোজ খবরও নেন। মোংলা পোর্ট পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর শিউলি আক্তার বলেন, কদিন আগেও আমার বোনের সাথেও এরকম একটি ঘটনা ঘটে। তবে ছিনতাইকারীরা এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছে। আগের চেয়ে ইদানীং কিশোর গ্যাং ও মাদকসেবীদের উৎপাত বৃদ্ধি হয়েছে। আমরা চাই এদের মুল হোতাদের ধরা হোক। আইন শৃংখলা বাহিনীর কঠোর হস্তক্ষেপে এদের আইনের আওতায় আনা সম্ভব বলে আমি মনে করি। তাহলে আমরা মোংলার সাধারণ জনগন শান্তিতে বাস করতে পারবো।নিজেদের পরিচিত কোন লোক এ ঘঠনা ঘটাতে পারে বলেও দাবী করেন ভুক্তভোগী তাসলিমা বেগম। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আহত তাসলিমা বেগমকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

0 coment rios: