এনায়েত করিম রাজিবঃবাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোংলায় শুরু হয়েছে পুষ্টি মেলা। 'খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন' প্রতিপাদ্যে উপজেলার মোংলা সরকারি দিগন্ত প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ পুষ্টি মেলার উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।
ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে কনসার্ন ওয়ার্ড ওয়াইড এর সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এবং ক্রেইন প্রকল্পের সহযোগীতায় এবং জেজেএস, রুপান্তর,ওয়াটার এইড এর বাস্তবায়নে এ পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ষ্টল নিয়ে অংশগ্রহণ করেছেন উপজেলা কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও পরিবার পরিকল্পনা বিভাগসহ উপকার ভোগী স্থানীয় কৃষক-কৃষানীরা। এ মেলার মুল উদ্দেশ্য হলো শিশুর খাদ্যের পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ করা। পুষ্টিকর খাবার কি ও কিভাবে তৈরি করতে হবে এবং এর গুনাগুণ সম্পর্কেও মেলায় আগত শিশুদের মায়েদের উপস্থিত ধারণা দেয়া হয়। মেলায় পুষ্টিকর খাবার রান্না করে তা শিশুদের মাঝে পরিবেশন করা হয়। বুধবার এ পুষ্টি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, সিনিয়র মৎস কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস, সিনিয়র সাংবাদিক নুর আলম শেখ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জি,এম,আল আমিন, সংরক্ষিত কাউন্সিলর জোহরা বেগম, জেজেএস এর ইউনিয়ন ফ্যাসিলিটেটর মোঃ ফরহাদ হোসেন, মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। এ পুষ্টি প্রকল্প নিয়ে এখানে কাজ করছেন জেজেএস, রুপান্তর ও ওয়াটার এইড।জেজেএস'র উপজেলা কো-অরডিনেটর তরুন বড়ুয়া বলেন, মুলত পুষ্টি জ্ঞান সম্পর্কে সম্মুখ ধারণা, পুষ্টি বিষয়ক দক্ষতা ও সচেতনতা সৃষ্টির জন্যই এ পুষ্টি মেলার আয়োজন। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে পুষ্টির জ্ঞান সম্পন্ন কমিউনিটি গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম।

0 coment rios: