কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ করোনা মহামারীর শঙ্কা কাটিয়ে আজ বৃহস্পতিবার সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১ উপজেলার ৮ মাদ্রাসা ৩ বিএম কলেজ ও ৮ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২৭৪৬ জন পরীক্ষার্থী ৬ কেন্দ্রসহ ১ ভেন্যুতে অংশগ্রহণ
করছেন। এইচএসসি ২১৩৮ আলিম ২৪৪ এবং বিএম শাখার ৩৬৪ জন পরীক্ষার্থী এবারে অংশ নিচ্ছেন। এ সব তথ্য নিশ্চিত করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে কেন্দ্র গুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা আছে। সে মোতাবেক আসন বিন্যাস ছাড়াও কেন্দ্রে পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

0 coment rios: