কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান বিজয় দিবস উপলক্ষে কাউনিয়া বৃহস্পতিবার সারা দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ভোর সারে ছয়টায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী বিদ্যালয় স্মৃতিসৌধে ফুল শ্রদ্ধা নিবেদন করা হয় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয়পতাকা উত্তোলন করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন,
জাতির শ্রেষ্ঠ সন্তানমুক্তিযোদ্ধারা, কাউনিয়া থানা, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, উপজেলা আনসার ভিডিপি,উপজেলা ফায়ার সার্ভিস, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন। সকাল ৯টায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।এবং শান্তির পায়রা কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু হয়। বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যেদেন উপজেলা চেয়াম্যান আনোয়ারুল ইসলাম মায়া ও উপজেলা নির্বাহী অফিসার । পরে অভিবাদন গ্রহন, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ গ্রহন, আলোচনা সভা ও পুরস্কার বিতরন।

0 coment rios: