কাউছার মাহমুদ দিদারঃগত ৪ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় সন্দ্বীপ গাছুয়া ইউনিয়নে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন এ-র উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ওমর ফারুক পারভেজ এ-র সঞ্চালনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলুল করিম এ-র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে
প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বদিচ্ছার কারনে দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে সক্ষম হয়েছে।
সে ধারাবাহিকতায় সন্দ্বীপও তার বাহিরে নয়। সন্দ্বীপের স্বাস্থ্য কমপ্লেক্স কে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উর্ত্তীন ও স্বাস্থ্যখাতে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সন্দ্বীপের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন যার কৃতৃত্ব একমাত্র শেখ হাসিনার।
সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্হানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য উপ পরিচালক ডাঃ সাখাওয়াত হোসেন, জেলা সিভিল সার্জন ডাঃ ইলিয়াছ চৌধুরী, জেলা প্রকৌশলী মোঃ মহসিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈনউদ্দীন মিশন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মেদ খান, সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ সহ সুধী সমাবেশ।

0 coment rios: