সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Thursday, December 16, 2021

বাগেরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী পালিত

এনায়েত করিম রাজিবঃবাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন, মুজিব বর্ষের শপথ গ্রহন ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন।


উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ কর্মসূচীর মধ্যে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনি ও  জাতীয় পতাকা উত্তোলনে মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বীর শহীদদের স্মরণে বেলা পৌনে ৭টায় উপজেলা উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশন, পৌর কর্তৃপক্ষ, মুক্তিযোদ্ধা সংসদ, মোরেলগঞ্জ থানা ও ফায়ার ষ্টেশন পুস্পস্তবক অর্পণ শেষে বীর শহীদের রুহের মাগেফিরত ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।৭:৩০ টায় বীরমুক্তিযোদ্ধা স.ম কবির আহম্মেদ (মধু), শহীদ আবু বকর সিদ্দিক ও মরহুম আলী আহম্মেদ খান (বীর প্রতিক) এর কবর জিয়ারত। সকাল ৮:৩০ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী খান, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও ছালাম গ্রহণ। আনসার ও ভিডিপি, বয়েজ স্কাউটস, গার্লস গাইড ও পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুঁচ কাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।


এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের মধ্যে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ, জাতীয়তা বাদী দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল, জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, সরকারি এসএম কলেজ, বালিকা বিদ্যালয়, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান  মাল্যদান করেন।


 

জোহরবাদ মসজিদে দোয়া ও বিকাল ৩:৩০ টায় এসিলাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী কতৃক পরিচালিত দেশব্যাপী বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠানে সারা দেশের ন্যায় উপজেলার সকল শ্রেনী পেশার মানুষ একযোগে অংশগ্রহণ করেন। সন্ধায় এসিলাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে  বিজয়ের প্রথম দিনের কর্মসূচী সমাপ্ত হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: