বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে একটি পরিবার মারামারির ঘটনায় আহত হয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। চিকিৎসা শেষে চাহিদামত অর্থ না দিতে পেরে যথাযথ চিকিৎসা সনদ পায়নি বলে অভিযোগ করেছে আহত দুই রোগি।
উপজেলার সাগরকাঠি গ্রামের মজিবর রহমান শেখের ছেলে মাসুদ রানা(২৩),রনী শেখ(১৮),কন্যা মর্জিনা খাতুন মনি(২৯),রানী আক্তার(২৫) ও ৩ বছর বয়সী নাতী মাহিন শেখ।
ছুরিকাহত ও পিটিয়ে আহত করে প্রতিবেশী মৃত্যু ফয়জউদ্দিন শেখের ছেলে নুরুজ্জামান ও নুরুল ইসলামের নেতৃত্বে ১০/১২ জনের একটি সংঙ্ঘবদ্ধ দল। ১৮ অক্টোবরের এ মারামারির ঘটনায় মজিবর শেখের স্ত্রী মাসুরা বেগম বাদি হয়ে একই মাসের ২০ তারিখ মোরেলগঞ্জ থানায় মামলা নং (১৫/২১)তারিখ ২০/১০/২০২১ইং দায়ের করেন।এ মামলায় তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনায় ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সনদ চেয়ে আবেদন করে।আহত রোগীদের মধ্যে মাসুদরানা ও মর্জিনার মারাত্নক জখম থাকা সত্বেও যথাযথ সনদ না পাওয়ার অভিযোগ তাদের।তারা আরও জানায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা এক ফার্মাসিস্ট কে তার চাহিদা মত অর্থ দিতে ব্যর্থ হওয়ায় যথাযথ সনদ পায়নি তারা।

0 coment rios: