কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :কাউনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যালয়টি দীর্ঘ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ময়লা-আবর্জনা ও ঝোপঝাড়ে এটি পরিণত হয়েছে ভুতুড়ে ঘরে। সংস্থাটির নামে সাইনবোর্ড ব্যবহার করা হলেও নেই কোনো কার্যক্রম। এতে উপজেলার বিভিন্ন ক্রীড়াঙ্গনের খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছেন খেলাধুলাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে।
জানা গেছে, ২০১৬ সালে উপজেলার শহিদ মোফাজ্জল হোসেন সরকারী বিদ্যালয়ের পিছনের একটি ছোট রুম দেওয়া হয় উপজেলা ক্রীড়া সংস্থাকে। এরপর শুধু একটি সাইনবোর্ড ব্যবহার করে অফিসটির নামকরণ করা হয় উপজেলা ক্রীড়া সংস্থার কার্যালয়। সংস্থাটির নামে সাইনবোর্ড ব্যবহার হলেও দীর্ঘ বছর ধরে কোনো কার্যক্রম হয়নি অফিসটিতে। ফলে অফিসের চারপাশে ঝোপঝাড় জমে এটি পরিণত হয়েছে ভুতুড়ে ঘরে। কয়েক বছর কেটে গেলেও কার্যালটির কোনো খবর নেয়নি কমিটির লোকজন।
উপজেলার ক্রীড়া ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মোবাশ্বারুল ইসলাম রাজু জানান,আমাদের আলাদা কোনো রুম না থাকায় স্কুলের পরিত্যাক্ত রুমে কার্যক্রম চালিয়েছি করোনার জন্য সব বন্ধ থাকার কারণে দিন দিন অবহেলা আর অযতেœ এটি ভুতুড়ে ঘরে পরিণত হয়েছে।তিনি সব ঠিক করে নেওয়া আশ্বাস দেন।
উপজেলার ক্রীড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম জানান, আমরা কদিন আগেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ ১৭) ও মুজিব শতবর্ষ উপলক্ষে ‘মুজিব জন্মশতবর্ষ ভলিবল লীগ’ এর খেলা অনুষ্ঠিত হয়েছে। আমাদের রুম নেই ইউএনও র কাছে বলেছি দেখি কি করে।
মোঃ সাইদুজ্জামান বাবু (বি.এফ.এফ.এ.এফসি.সি.ডিপ্লোমা ফুটবল কোচ ও বি.এফ.এফ ফুটবল রেফরি )সহ একাধিক ফুটবলার জানান, তারা বিভিন্ন লিগ টুর্নামেন্টে অংশ নিয়ে এলাকার সুনাম অর্জন করেছেন। তবে সরকারি এই ক্রীড়া সংস্থার কার্যক্রম না থাকায় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার খেলোয়াররা। দ্রুত সময়ের মধ্যে সংস্থারটির কার্যক্রম সচল করার দাবি জানান তারা।
ইউএনও ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোছাঃ তাহমিনা তারিন জানান, দ্রুত সময়ের মধ্যে কমিটির সভা ডেকে কার্যালটির অবকাঠামো উন্নয়নসহ ক্রীড়া ব্যবস্থাকে সচল করা হবে।
0 coment rios: