কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃআসছে ২৮ নভেম্বর ইউপি নির্বাচন। নির্বাচন ঘীরে রংপুরের কাউনিয়ায় উৎসব মুখর পরিবেশে ৩১৭ জন মনোনয় পত্র দাখিল করেছেন বিভিন্ন প্রার্থী।
কাউনিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমিয়ারা পারভীন জানান উপজেলায় ৬টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন পত্র দাখিল শেষ হয়েছে।তিনি আরো জানায়- উপজেলার চেয়াম্যান পদে ৫ জন মেম্বার ৪১ পদে সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন, হারাগাছ ইউনিয়নে নৌকা প্রতীকে ইয়াছিন আলী বাবু সহ ৮ চেয়াম্যান পদে জন ৩৪ জন মেম্বার পদে ও সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন, কুর্শা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ডা. মোহাম্মদহোসেন সরকারসহ চেয়াম্যান পদে ৩ জন মেম্বার পদে ২৮ জন সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন শহীদবাগ ইউনিয়নে নৌকা প্রতীকে আঃ হান্নাসহ চেয়ারম্যান পদে ৫ মেম্বার পদে ৩১ জন সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন বালাপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকে আনছার আলীসহ চেয়ারম্যান পদে ৭ জন মেম্বার পদে ৩৯ জন সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন টেপামধুপুর ইউনিয়নে নৌকা প্রতীকে সফিকুল ইসলাম সফিসহ চেয়ারম্যা পদে ৫ জন মেম্বার পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১০ জন মনোনয়োন দাখিল করেছেন।
মনোনয় যাচাই বাচাই হবে ৪ তারিখে প্রার্থীতা প্রত্যাহার ১১ তারিখে প্রতীক বরাদ্দ ১২ তারিখে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।
0 coment rios: