এনায়েত করিম রাজিবঃবাগেরহাট প্রতিনিধিঃ'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১ উদযাপন করা হয়েছে।
শনিবার (০৬ নভেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. আতাউর রহমান পাটোয়ারী।
উপজেলার সমবায়দের মধ্যে বক্তব্য রাখেন নিকুঞ্জ বিহারী- সভাপতি - পাথুরিয়া-কালিবাড়ী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড।এস.এম.কবির হোসেন- সভাপতি- স্কাই সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ,মো. গিয়াস উদ্দিন- সভাপতি- ভোরের আলো সঞ্জয় ও ঋন দান সমবায় সমিতি লিমিটেড। মামুনুর রশীদ টুটুল সদস্য লিয়ন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এইচ এম জাহিদ হোসেন - সাধারন সম্পাদক- টাচ বহুমুখী সমবায় সমিতি।
0 coment rios: