কাউছার মাহমুদ দিদারঃসন্দ্বীপ উপজেলার ১২ টি ইউনিয়ন, পরিষদ হতে নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যগনের শপথ গ্রহন অনুষ্ঠান আজ ২ নভেম্বর সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্স কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রথমে পবিত্র কুরআন তেলোয়াতে মধ্যে দিয়ে শুরু হয়।
এতে সাধারণ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত সদস্যবৃন্দদের কে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। শপথ গ্রহন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্দ্বীপ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি। হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খালিদ হাসান জিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহাজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, সন্দ্বীপ থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ, হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম মোহাম্মদ, হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, সারিকাইত ইউপি সদস্য মিজানুর রহমান, রহমতপুর ইউপি সদস্য আকবর হোসেন, উপস্থিত ছিলেন সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, হরিশপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, রহমতপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, মগধরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ সহ আরো অনেকে।

0 coment rios: