এনায়েত করিম রাজিবঃবাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে ১৪ টি ইউনিয়নের ১৬৮ জন নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এ শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন। অনুষ্ঠানে সম্নানীত বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাহিমা খানম।এছাড়া ও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা,মাকসুদা আক্তার মুক্তা,উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এম এমদাদুল হক,পৌর সাধারন সম্পাদক হারুন অর রশীদ,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এ্যাড.তাজিনুর রহমান পলাশ,পৌর যুবলীগ আহবায়ক আসাদুজ্জামান বিপু প্রমুখ।অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়নের ১৬৮ জন সদস্য ও মহিলা সদস্যাকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর আলম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আলী হাসান,উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল, পরিবার পরিকল্পনা অফিসার মো.দিলদার হোসেন,প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.রোকনুদ্দিন উপস্থিত ছিলেন।

0 coment rios: