মোঃ আসাদুজ্জামান আসাদ,কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভালবাসা ও ভ্রাতৃত্বের সংগঠন বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়শনের (BCPRTA) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সকাল ১১ টার কাউনিয়া বাস স্ট্যান্ড অস্থায়ী কার্যালয় পালন করা হয়েছে।
গতকাল সকাল ১১ টার সময় কাউনিয়া বাস স্ট্যান্ড টেষ্টি পয়েন্টে (অস্থায়ী কার্যালয়) কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।এ সময় উপজেলা শাখার সভাপতি মোঃ ওয়াহেদ মন্ডল সভাপতিত্বে ও সহ-সভাপতি শ্রী নিতিস মিত্র নসুর সঞ্জালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন সজল, সহ সাধারণ সম্পাদক,মোঃ আব্দুল মতিন, কোষাদক্ষ্য সুভাষ চন্দ্র, আহবায়ক মোঃ সাইফুল ইসলাম প্রমূখ ।প্রতিষ্ঠা বার্ষিকী পালন শেষে ৫ দফা দাবী নিয়ে একটি প্রেসবিফ্রিং করেন। দাবী সমূহ হলঃ- ( ১) বাংলাদেশ মোবাইল ফোন মেরামত পেশাকে একটি স্বীকৃতি টেকনিশিয়ান পেশা হিসেবে ঘোষণা,(২)অপরাধ বন্ধ ও অপরাধীদের নিরুৎসাহিত করতে পেশা উল্লেখ করে নতুন কঠিন আইন বাস্তবায়ন, (৩) সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি, (৪)আর পিএল ব্যবস্থা ও( ৫) ক্ষুদ্রঋণ সহযোগিতার মাধ্যমে তাদের যেন স্বীকৃতি প্রদান করা হয়।

0 coment rios: