সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Friday, October 22, 2021

মোংলায় সার্ভিস বাংলাদেশ'র জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি:'গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি' এই প্রতিপাদ্যে বাগেরহাটের মোংলায় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন 'সার্ভিস বাংলাদেশ'র আয়োজনে র্যালী ও আলচনা সভার আয়োজন করা হয়।

সার্ভিস বাংলাদেশ'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান মিলন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমাদের একটু অবহেলা একটু অসচেতনতায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দুর্ঘটনা এড়াতে তিনি যাত্রী এবং চালকদের সঠিক নিয়ম মেনে চলার আহবান জানান।

বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা অকাল মৃত্যু ডেকে আনে। প্রতিদিন গড়ে ১৮ জনের প্রাণ হারাচ্ছে এই সড়ক দুর্ঘটনায়,আর আহত হচ্ছেন ২৪ জন করে। ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, মহাসড়কে স্বল্পগতির যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারন। দুর্ঘটনা এড়াতে যাত্রী এবং চালকদের সড়কের আইন মানার বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন,সার্ভিস বাংলাদেশ’র উপদেষ্টা আবু বকর ছিদ্দিক, ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরহাদ হোসেন, মহাসচিব ডাঃ মহিদুল ইসলাম মেজবা,সহ-সভাপতি মো. আল আমিন,সিনিয়র যুগ্ন মহাসচিব আব্দুর রউফ,আফরোজা হীরা,আব্দুল জব্বার,মাসুদ রানা রেজা,রবিউল মোল্লা, আকাশ ইসলাম,মিরাজ মল্লিক,নবী হোসেন সাগর,রমজান মল্লিক, আমেনা বেগম সহ আরো অনেক।
বি.এল.এস. এর মোড় থেকে সচেতনামূলক র্যালী শুরু হয়ে মোংলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোংলা পৌর্ট পৌরসভার সামনে মানববন্ধন ও আলোচনা সভা শেষে বিভিন্ন পরিবহন শ্রমিক ও জনসাধারণের মাঝে লিফলেট সচেতনতামূলক বিতরন করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: