বাগেরহাট প্রতিনিধি:'গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি' এই প্রতিপাদ্যে বাগেরহাটের মোংলায় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন 'সার্ভিস বাংলাদেশ'র আয়োজনে র্যালী ও আলচনা সভার আয়োজন করা হয়।
সার্ভিস বাংলাদেশ'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান মিলন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমাদের একটু অবহেলা একটু অসচেতনতায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দুর্ঘটনা এড়াতে তিনি যাত্রী এবং চালকদের সঠিক নিয়ম মেনে চলার আহবান জানান।
বি.এল.এস. এর মোড় থেকে সচেতনামূলক র্যালী শুরু হয়ে মোংলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোংলা পৌর্ট পৌরসভার সামনে মানববন্ধন ও আলোচনা সভা শেষে বিভিন্ন পরিবহন শ্রমিক ও জনসাধারণের মাঝে লিফলেট সচেতনতামূলক বিতরন করা হয়।

0 coment rios: