মোঃ আসাদুজ্জামান আসাদ,কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার ৬ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যাদের দলীয় প্রতীক দেয়া হয়েছে তাদের পক্ষে কাজ করে নৌকা কে জেতাতে হবে । এ নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এ নৌকা শেখ হাসিনা'র নৌকা, তাই নৌকা মার্কাকে সম্মিলিত চেষ্টায় জেতাতে হবে। নিজের ক্ষুদ্র স্বার্থকে পরিহার করে দলের বৃহৎ স্বার্থকে এগিয়ে নিতে হবে। কে নৌকা পেল আর কে পেল না সেটা বড় কথা নয়। যাকে নৌকা দেওয়া হয়েছে তার পক্ষে কাজ করতে হবে। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি গত শুক্রবার সকাল ১১টায় নব্দীগঞ্জে টিপু মুনশি কোল্ড স্টোরেজে কাউনিয়া উপজেলার আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী ও দলীয় নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ , সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু,কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী প্রমূখ। বাণিজ্য মন্ত্রী আরো বলেন যারা নৌকার মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি তাদেরও পুরুস্কার আছে। আমরা তাদের দলের বড় পদে বসাবো, একই ব্যাক্তি চেয়ারম্যান,জেলা ও উপজেলা আওয়ামী লীগের কমিটিতে বড় পদ এবার আর তা হবে না। তাই সকল ভেদাভেদ ভুলে কাঁদে কাঁদ মিলিয়ে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করবেন এটা আমার অনুরোধ। মতবিনিময় সভায় দলীয় মনোনয়ন পাওয়া ছয় প্রার্থীরাও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। উপজেলার সকল ওর্য়াডের সভাপতি /সাধারণ সম্পাদক সহ তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

0 coment rios: