বাগেরহাট প্রতিনিধিবা ঃ বাগেরহাটের মোরেলগঞ্জের খাদিজা আকতার লিলি(২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার সকালে (১৫ অক্টোবর ) উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের বুরুজবাড়িয়া গ্রামে রফির পুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদিজা আক্তার লিলি ওই এলাকার মোঃ নজরুল ইসলাম শেখের ছেলে মারুফ শেখের (৩০) স্ত্রী এবং পার্শ্ববর্তী কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের মোঃ শাহজাহান তালুকদারের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহতের মামা শশুর মোঃ বেল্লাল শুক্রবার সকাল ৯ টার দিকে খাদিজা আক্তার লিলিকে সকালের খাবারের জন্য ডাকতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক্ষণ ডাকা ডাকির পরে এবং ফোন কল রিসিভ না করলে তিনি রুমের পশ্চিম পাশের জানালা দিয়ে উকি দিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তাকে । এরপর তৎক্ষণাৎ স্থানীয় মোরেলগঞ্জ থানায় খবর দিলে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে নবনির্বাচিত স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শামসুর রহমান মল্লিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রুমের দরজা ভেঙে খাদিজা আক্তার লিলির মরদেহ ওই অবস্থা থেকে নামিয়ে আনা হয় । এ সময় খাদিজা আক্তার লিলির স্বামী সহ দুই পরিবারের সদস্যদের পুলিশ কিছু জিজ্ঞাসাবাদ করেন। তবে নিহতের কারণ এখনো জানা যায়নি। নিহতের পারিবারিক সূত্রে আরো জানা যায়, গত বছর উপজেলার বুরুজবাড়িয়া গ্রামের মোঃ নজরুল শেখের ছেলে মারুফ শেখের সঙ্গে পার্শ্ববর্তী কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের মোঃ শাহজাহান তালুকদারের মেয়ে খাদিজা আক্তার লিলির বিয়ে হয়। স্বামী মারুফ শেখ খুলনায় দৌলতপুরে ফায়ার সার্ভিস এন্সিড সিভিল ডিফেন্সে কর্মরত আছেন। ঘটনার ১দিন আগেই তিনি ছুটি কাটিয়ে পুণরায় ডিউটিতে ফিরে যান। শুক্রবার দুপুরে তিনি স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে খুলনা থেকে চলে আসেন।
পুলিশ খাদিজার মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেন । এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

0 coment rios: