কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ লালমনিরহাট সদর উপজেলার তিস্তা ডিগ্রী কলেজের সকলের প্রিয় শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ আতাউর রহমান গত শনিবার দুপুরে রংপুর ডেলিগেটেগ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
শনিবার বাদ মাগরিব তিস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীসহ শতশত মানুষ অংশ গ্রহন করে। জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যু কালে স্ত্রী, ২ কন্যাসহ অশংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। তার মৃতুত্যে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


0 coment rios: