কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ সরকারি অর্থ জলে যাচ্ছে, কাউনিয়ায় পুকুর খননের ১মাস না যেতেই ৫স্থানে পাড় ভাঙ্গন শিরনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ ঠিকাদারে মাধ্যমে নতুন করে পাড় বাধাই করে নিলেও গত ৩দিনের বৃষ্টিতে আবারও ভাঙ্গন শুরু হয়েছে।
সরেজমিনে বুধবার পুকুর পাড়ে দিয়ে দেখাগেছে ভুমি অফিসের
মাঠের পানি বাহির হওয়ার কোন জায়গা না থাকায় বৃষ্টির পানি তার নিজ গতিতে পুকুরেনা মতে গিয়ে ভুমি অফিসের প্রাচীরের সাথে পাড়ের মাটি ভেঙ্গে পুকুরে নামে। জানাগেছে জলাশয়পু নঃখনন এর আওতায় সহকারী কমিশনার (ভ‚মি) অফিসের ০.২৭৮ হেক্টর পুকুর ৪ লাখ ২ শত ২০টা কা ব্যয়ে খনন ও সংস্কার কাজের প্রকল্প হাতে নেয়া হয়। প্রাক্কলন অনুযায়ী খনন ও সংস্কার কাজনা হওয়ায় ২য় দফায় কাজ শেষ হতে না হতেই সামান্য বৃষ্টিতে পাড় ভেঙ্গে মাটি আবারো খননকৃ ত পুকুরে গিয়ে পড়ে। জানাগেছে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ঠিকাদারী প্রতিষ্ঠানবা হির থেকে মাটি এনে ২য় দফায় পুকুরের পাড় বাঁধাই করে কিন্তু পানি নিস্কাশনের জন্য সঠিকপ দ্ধতি অবলম্বন না করায় আবারও ভাঙ্গন শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন জানানভু মি অফিসের পুকুর পাড় ভাঙ্গনের বিষয়টি মৎস্য বিভাগের মাধ্যমে ঠিকাদার নতুন করে পাড়বাঁ ধাইয় করেছে আবারও ভাঙ্গার বিষয়টি সরেজমিনে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।


0 coment rios: