কাউনিয়া(রংপুর)প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় শ্রীমতি মেঘলা রাণী (১১) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে । জানা যায় সে উপজেলার কূর্শা ইউনিয়নের মহেষা গ্রামের মেয়ে ।
বুধবার (০২ জুন) দুপুরের ১.৪৫ টায় বাড়ীর পাশে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এ নিয়েপরিবারে শোক বিরাজ করছে।
0 coment rios: