কাউনিয়া,(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় মানব পাচারের স্বীকার বিদেশ ফেরত যুবকদের সংগঠন “অনিবার্ণ যুব সংস্থার’’ দ্বিতীয় প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপিত হয়েছে।
রবিবার দুপুর 1.30 মিনিটে উপজেলার শহীদবাগ ইউনিয়নস্থ সংস্থার
কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন শহীদবাগ ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ও কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান।অনিবার্ণ
যুব সংস্থার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম। এসময় আরো
উপস্থিত ছিলেন, অনিবার্ণ যুব সংস্থার উপদেষ্ঠা জামিনুর রহমান, সাব্দী সিনিয়র
মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ এমদাদুল হক, ইউপি সচিব আবু সায়েম, ইউপি সদস্য
সফিকুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশ এর বিসিআইপি প্রজেক্ট অফিসার তুহিন সরকার, মানিক
মিয়া প্রমুখ। অনুষ্ঠানে মানব পাচারের স্বীকার যুবকদের পাশে দাড়ানোর জন্য ইউএসএডি
এবং উন্ডোক ইন্টারন্যাশনাল এর প্রতি কৃর্তজ্ঞতা প্রকাশ করা হয়।

0 coment rios: