মোঃ আসাদুজ্জামান,কাউনিয়া,রংপুর।
কাউনিয়া উপজেলার সানাই মোড় বাজারে দিনে দুপুরে মোঃ ইউনুছ আলীর (অটোপার্টস) দোকানের ক্যাশের ড্রয়ার ভেঙ্গে ৬২ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জানাগেছে,রবিবার ২৩শে (মে) বালাপাড়া ইউনিয়নের তালুকশাহবাজ গ্রামের মৃত আইজুলাøার পুত্র ইউনুছ আলী (বাবু) প্রতিদিনের ন্যায় সানাই মোড় বাজারে অটো
পার্টস এর দোকান সকালে খুলে। দুপুরে দোকানের ক্যাশের ড্রয়ারে টাকা রেখে তালা দিয়ে দোকানের ঝাপ খোলা রেখে জহরের নামাজ আদায় করার জন্য তালতলা মসজিদে যায়। নামাজ শেষ করে দোকানে এসে দেখে ক্যাশের ড্রায়ারের তালা ভাঙ্গা এবং ক্যাশে রাখা ৬২ হাজার টাকা নাই। এরপর আশপাশের দোকানদারদের বিষয়টি অবগত করেন। এ বিষয়ে ইউনুছ আলী বলেন,আমি এই ছোট ব্যাবসা করে কোন রকম সংসার চালাই,আমাকে কাস্টোমার ব্যাটারী কেনার জন্য দিয়েছিল সেই টাকাচুরি হলো, করোনায় দোকান খুলতে পারিনি যে টাকা ছিল সংসারে খরচ হয়েছে ,এখন এই টাকা দিবো কিভাবে । করোনা কালে এতো গুলো টাকা চুরি যাওয়ায় ইউনুছ আলী পাগল প্রায়। এব্যাপারে গত সোমবার থানায় একটি অভিযোগ দায়ের করেন। কাউনিয়ার সানাই মোড় বাসী জানান,গত ১০ ই মে) পাশের বাড়ির পুসনাত এর বাড়ী থেকে ৩২ হাজার টাকা ও স্বর্ন চুরি হয়েছে ও সোমবার ২৪ শে (মে) একজনের গাব ছাগল চুরি হয়েছে বলে জানান, বেশ কিছু দিন চুরি বন্ধ থাকলেও আবার নতুন করে চুরি শুর হয়েছে।
উপজেলার টেপামধুপুর ইউনিয়নের জিগাবাড়ি গ্রামের নুরুজ্জামান মিস্ত্রী গত(২৫মে) মঙ্গলবার গভীর রাতে বাড়ির সকলে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়লে চোর গাভীটি চুরি করে নিয়ে যায়। অপর দিকে একই রাতে ওই গ্রামের মশিয়ার মিয়ার শোয়ার ঘরে থাকা আরেকটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। একই রাতে দু’টি গরু চুরি যাওয়ায় এলাকার খামারীরা চুরি আতংকে পড়েছেন।
অপর দিকে গত ১৮মে গভীর রাতে টেপামধুপুর বাজারের বাদশা মিয়ার ভুসির দোকান এবং সাইফুল ইসলামের পাটর্সের দোকানের উপরের টিন খুলে নগদ অর্থ চুরি করে নিয়ে যায় একদল চোর।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান চুরি বিষয়ে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি অভিযোগের ভিত্তিতে ব্যাবস্থা নিব।
0 coment rios: