কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ অবৈধভাবে পরিচালিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে দ্বিতীয় দিনে অভিযান চালিয়েছে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ।
কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবা
র পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুন তাহিরিন নেতৃত্বে একটি একটি অভিযানিক দল ২৮ ফেব্রয়ারি বুধবার কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর সভায় মেরী স্টেপস হেলথ সোসাইটি ডায়াগনষ্টিক সেন্টার অভিযান চালায়। পরিবেশ সম্মত না থাকা ও অনিয়মতান্ত্রীক ভাবে পরিচালনা করার দ্বায়ে মেরী স্টেপস হেলথ সোসাইটি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষনা করেন। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, হারাগাছ পৌর সভার সারাই হক বাজার মালিহা মার্কেটে অবস্থিত মেরী স্টেপস হেলথ সোসাইটি ডায়াগনষ্টিক সেন্টার মানম্মত,লাইসেন্স,তথ্য প্রদানকারীর ছবি, রিয়াজেন্টের ডেট, না থাকা ও ফ্রিজ নষ্ট সর্বপরি ডায়াগনষ্টিক সেন্টারের পরিবশে না থাকায় ডায়াগনষ্টিক সেন্টারটি বন্ধ ঘোষনা করে তালা লাগিয়ে দেয়। এসময় সাথে ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডাঃ হুমাউন কবির ও এমটি ল্যাব মোঃ সাইফুল ইসলাম। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাদিকাতুল তাহিরিণ জানান, এই অভিযান অব্যহত থাকবে। এলাকবাসী এই অভিযানকে স্বাগত জানিয়েছেন।


0 coment rios: